রবিবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৪৮ অপরাহ্ন
হযরত শাহজালাল-শাহপরাণ ও ৩৬০ আউলিয়ার পূণ্যভূমি, দুটি পাতা একটি কুড়ির দেশ, উত্তর সিলেটের মেঘালয় পাহাড়ের গা ঘেষে অবস্হিত ১নং রুস্তমপুর ইউনিয়নে হাদারপার সমাজ কল্যাণ যুব সংঘ কতৃর্ক আয়োজিত ৩য় ডে নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ও পুরষ্কার বিতরন অনুষ্ঠানে ২০১৯
হাদারপার সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে টানা ৩য় বারের মত সফল ভাবে সম্পন্ন হল হাদার পার ডে নাইট মিনি ফুটবল টুর্ণামেন্ট প্রতিযোগিতা।। কনকনে শীতের মৌসুমে দীর্ঘ দিন থেকে চলতে থাকা টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয় শুক্রবার রাত ০৮:০০টায় হাদার পার বাজার সংলগ্ন মাঠে। টুর্ণামেন্টের ফাইনালিস্ট দুই দল হল রানা ফুটবল দল কানাইঘাট এবং বুগইল কান্দি ফুটবল দল।খেলা চলাকালীন সময় দুই দলই ১-১ গোলের ড্র করলেও প্যানাল্টি শুট আউটে ২-১ গোলে জয় লাভ করে শিরোপা জয়ের স্বাদে মেতে উঠে রানা ফুটবল দল কানাইঘাট।
উক্ত ফাইনালের পুরষ্কার ভিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাদারপার সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি জনাব রফিকুল ইসলাম রফই এবং পরিচালনা করেন ক্রীড়ানুরাগী ব্যক্তিত্ব বদরুজ্জামান। বিজয়ী দলকে পুরস্কার তুলেদেন প্রধান অতিথি ১নং রুস্তমপুর ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব, ও বিশেষ অতিথি ই্উপি সদস্য জলাল উদ্দিন মেম্বার, বিশিষ্ট পাথর ব্যবসায়ী , ক্রীড়ানুরাগী ও গোয়াইনঘাট উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ছাত্রনেতা সালেহ আহমেদ, বিশিষ্ট পাথর ব্যবসায়ী ও ক্রীড়ানুরাগী উক্ত ফাইনালের ১ম পুরষ্কার দাতা জনাব আরিফ মাহমুদ সজিব, হাদার পার ওয়ালটন শাখার পরিচালক ও ২য় পুরষ্কার দাতা জনাব, মাসুদ রানা বাতেন, হাদার পার টিভিএস শাখার পরিচালক রাকিব হাসান, বিশিষ্ট্য ব্যবসায়ী মুজিবুর রহমান,বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব আলম সাজু,জুলেন আহমদ,আফতাব উদ্দীন,আব্দুল কাদির সুমন প্রমুখ।
আর উপস্থিত ছিলেন,মোহাম্মদ সুলেমান সিদ্দীকি,হুসাইন আহমদ, নুরুল আমিন, মোশাহীদ আলী, নাহিদুল হক, জাহাঙ্গীর আলম , নুরু, নুর আহমেদ,নাজিম উদ্দীন, মোসারফ হোসেন, সুয়েব আহমদ, মোবারক হোসেন,রায়হান আহমদ সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ফুটবল খেলা প্রেমী দর্শকবৃন্ধ।
উত্তরাঞ্চল সিলেট/১২ জানুয়ারি/ আ/লি
মন্তব্য করুন