রবিবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৩৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে গর্ভবতী মায়ের আয়রণের ঘাটতি কমাতে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের জন্য ১ লাখ আয়রণ ট্যাবলেট হস্তান্তর করেছেন ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন শিহাব।
মঙ্গলবার দুপুর ১২ টায় রুস্তমপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত আয়রণ ট্যাবলেট হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন শিহাব ।
এসময় উপস্থিত ছিলেন – রুস্তমপুর ইউনিয়ন পরিষদের সচিব মো: আব্দুল্লাহ, ইউপি সদস্য মো: আজিজুর রহমান, জনাবমো: মুহিবুল করিম, উপজেলা সমন্বয়কারী মমতা প্রকল্প এফআইভিডিবি’র গোয়াইনঘাট পরিবার পরিকল্পনা পরিদর্শক মো: হোসেন আলী, মো: মাসুম খান , টেকনিক্যাল অফিসার মমতা প্রকল্প আমিনা আক্তার, যুব নেতা ফারুক আহমদ, কামাল আহমদ, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা কামরুল হাসান, পরিবার পরিকল্পনা পরিদর্শক হোসেইন আলী, মমতা প্রকল্পের কর্মী আফরোজা, ইয়াছমিন প্রমুখ ।
মন্তব্য করুন